English Version

আচরণবিধি

ছাত্র-ছাত্রীদের পালনীয়ঃ

 

  • বিদ্যালয়ের নিয়ম মেনে চলতে হবে ও নির্ধারিত পোষাক পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।

  • নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে ও সমাবেশে অংশগ্রহণ করতে হবে।

  • ঘণ্টা পড়ার ১০ মিনিট পর স্কুল গেইট বন্ধ হয়ে যাবে। এর পরে আসলে উপযুক্ত কারণ দেখাতে না পারলে কেউ স্কুলে ঢুকতে পারবে না।

  • শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে বাইরের কোন লোকের স্কুলের গেইটের ভেতরে ঢোকা অনুমোদন সাপেক্ষ।

  • ছাত্র/ছাত্রীকে উচ্চতা অনুসারে সম্মুখ থেকে পেছনের দিকে বসতে হবে।

  • সকল ছাত্র/ছাত্রীকে উচ্চতা অনুসারে সমাবেশে দাঁড়াতে হবে।

  • সকল ছাত্রী সাদা সূতীর একটি আলাদা ওড়না দিয়ে মাথা ঢেকে শ্রেণীতে বসবে।

  • কলোনির গেইটের বড় রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করতে হবে।

  • বিদ্যালয়ের আঙ্গিনা, বারান্দা বা শ্রেণী কক্ষে কাগজ, বাদামের খোসা ইত্যাদি ফেলে অপরিচ্ছন্ন করা যাবে না। জানালা দিয়ে কোন কিছু বাইরে ফেলা যাবে না।

  • নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করতে হবে।

  • নিয়মিত যথাসময়ে নামাজ আদায় করতে হবে।

  • বাইরের খোলা দোকানের কোন কিছু খাওয়া যাবে না।

  • বিশেষ অসুস্থতা ছাড়া বিদ্যালয়ে আসার পর ছাত্র/ছাত্রীদের ছুটি দেয়া হয় না। জরুরী কোন কারণে ছুটির প্রয়োজন হলে শ্রেণী শিক্ষক/শিক্ষিকার সুপারিশ নিয়ে সহকারি প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক এর নিকট থেকে ছুটির পাতার মাধ্যমে ছুটি নিতে হবে। ২ (দুই) দিনের বেশি ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমোদন নিতে হবে।

  • টিফিনের পর নিয়মিত হাজিরা প্রদান করা হবে। স্কুল পালানো ধরা পড়লে কঠোর শাস্তি দেয়া হবে, নির্দিষ্ট পাতায় নথিভুক্ত হবে এবং জরিমানা করা হবে।

  • ডাক বিভাগের ব্যক্তিগত পত্র বিভাগের পত্রাদির জন্য স্কুলের ঠিকানা ব্যবহার করা যাবে না। এরূপ কোন পত্র আসলে তা না পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বা বিলি করতে বাধ্য নয়। এছাড়া কোন ছাত্র/ছাত্রী স্কুলে মোবাইল আনা বা ব্যবহার করতে পারবে না।

  • প্রতি পরীক্ষায় ডায়েরী মূল্যায়নের দিনে সাথে করে ডায়েরী নিয়ে আসতে হবে।

  • মাথার চুল ছোট রাখতে হবে, নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে ও নখ কাটতে হবে।

  • স্কুলে কেউ কারো ডাকনাম ব্যবহার করতে পারবে না।

  • স্কুলের গাছ-গাছালি ও ফুলবাগানের যত্ন নিতে হবে এবং বাগানের ফুল ছেঁড়া যাবে না।

  • বৈদ্যুতিক সুইচ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

  • নিজের কাগজ, খাতা, কলম, পেন্সিল এবং পরীক্ষার উত্তরপত্র ব্যবহারে যত্নশীল ও মিতব্যয়ী হতে হবে।