English Version

প্রধান শিক্ষকের বার্তা


 

 

রেডিও কলোনি মডেল স্কুল সাভার রেডিও কলোনির অভ্যন্তরে অতি মনোরম পরিবেশে বাংলাদেশ বেতার কর্তৃক প্রতিষ্ঠিত এবং ৪৯ ধারার বিশেষ কমিটি কর্তৃক (বেতার সংস্থা) পরিচালিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড কর্তৃক প্রকাশিত জেলা ভিত্তিক সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় প্রতি বছরই এটি ঢাকা জেলায় (সাভার, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও ধামরাই উপজেলা) ১ম থেকে ৫ম স্থানের মধ্যে অবস্থান করছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি ২০১২ সনে সাভার উপজেলায় সর্বোচ্চ ৯৮টি জিপিএ-৫.০০ পেয়ে ১ম স্থান অধিকার করে। প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ প্রতি বছরই এ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র/ছাত্রী জিপিএ-৫.০০ পেয়ে আসছে। প্রাথমিক, জুনিয়র ও এসএসসি বৃত্তিতে সাভার উপজেলায় এ প্রতিষ্ঠানের স্থান বরাবরই ১ম অথবা ২য় অবস্থানে। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টায় এবং অভিভাবকবৃন্দের সক্রিয় সহযোগিতায় বিদ্যালয়টি খুব দ্রুত দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি।

 

এইচএম শাহ আলম মিঞা
প্রধান শিক্ষকই-মেইল করুন
+ =