News: এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফরম ফিলাপ নোটিশ।    ***   এসএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিত তালিকা।    ***   শিক্ষা বর্ষপঞ্জি ২০২৪    ***   এসএসসি পরীক্ষা চলাকালীন ক্লাস বন্ধের রুটিন।    ***   শ্রেণি পরীক্ষার সংশোধীত রুটিন।    ***   এসএসসি মডেল টেস্ট-২ ও ৯ম শ্রেণির মান উন্নয়ন পরীক্ষা।    ***   ২০২৪ শিক্ষাব‌র্ষে ছাত্র ছাত্রী ভ‌র্তি বিজ্ঞ‌প্তি    ***   এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাস রুটিন    ***   বার্ষিক পরীক্ষা -২০২৩ (প্রাথমিক শাখা)    ***   বার্ষিক পরীক্ষার সময়সূচি -২০২৩(মাধ্যমিক শাখা)    ***   ১০ম শ্রেনী নির্বাচনী পরীক্ষার ফলাফল -২০২৩    ***   ভর্তি পরীক্ষার ফলাফল -২০২৪    ***   পরীক্ষার সংশোধিত রুটিন All News
User profile picture

এইচ এম শাহ আলম মিঞা

অধ্যক্ষ

প্রকৃত জ্ঞান চর্চা, উপযুক্ত মেধার বিকাশ এবং সুযোগ্য মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য আদর্শ এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রয়োজন সুন্দর, নির্মল ও শান্তিময় পরিবেশ। তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ।

Social Communication

Facebook
YouTube
Online Class
কিশোর বাতায়ন

Code of Conducts

 
 

    স্কুল শৃঙ্খলার কতিপয় গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয়ঃ

  • প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই সুশৃঙ্খল, সংযত, ভদ্র ও নিয়মানুবর্তী হতে হবে।
  • প্রত্যেক ছাত্রীর প্রতিটি কর্ম দিবসে স্কুলে উপস্তিতি বাধ্যতামূলক। কোন ছাত্রী বছরের মোট কর্ম দিবসের ৯০% স্কুলে উপস্তিত না থাকলে সে স্কুলের ছাত্রী বলে গণ্য হবে না। তবে অবিভাবক কর্তৃক লিখিতভাবে অধ্যক্ষের নিকট গ্রহনযোগ্য সন্তোষ জনক কারণ দেখিয়ে আবেদন করলে বিষয়টি বিবেচিত হতে পারে।
  • স্কুল ছুটির পূর্বে কোন ছাত্রী বিনা অনূমতিতে স্কুলের বাইরে যেতে পারবে না। বিশেষ প্রয়োজনে প্রকৃত অভিভাবকের স্বাক্ষরযুক্ত (পূর্ণ ঠিকানাসহ) শ্রেণী শিক্ষকের সুপারিশসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আংশিক ছুটি বিবেচনা করা যেতে পারে। তবে কোন অবস্তাতেই কোন ছাত্রী একা যেতে পারবে না
  • কোন ছাত্রী বিদ্যালয়ে অনুপস্তিত থাকলে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ক্ষুদ্র বার্তার মাধ্যমে (এস এম এস ) অভিভাবককে অবহিত করা হয়। অনুপস্তিতির জন্য নার্সারি থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত ২০ (বিশ) টাকা এবং অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৫০ (পঞ্চাশ) টাকা জরিমানা দিতে হবে।
  • শ্রেণীতে পাঠ-দান চলাকালে কোন ছাত্রী বারান্দায় বা শ্রেনিকক্ষের বাইরে ঘোরা ফেরা করতে পারবে না।
  • প্রকৃত অভিভাবক ব্যতীত বা তাদের মনোনীত ব্যাক্তি ব্যতীত অন্য কেউ কোন ছাত্রীর সাথে বিদ্যালয়ে সাক্ষাৎ করতে পারবে না।
  • প্রত্যহ ক্লাসে শুরুর পূর্বে সমাবেজ ও জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহণ এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন বাধ্যতামূলক / সমাবেশ শেষে লাইন করে ছাত্রীদেরকে শ্রেণি কক্ষে প্রবেশ করতে হবে। কোনরূপ ছুটাছুটি দৌড়াদৌড়ি করে বিশৃঙ্খলা অবস্তায় শ্রেণিকক্ষে প্রবেশ নিষিদ্ধ।
  • প্রভাতী শাখার জন্য গ্রীষ্মকালীন সময়ে সমাবেশ সকাল ৭:১০ মিনিটে এবং ছুটি ১২ টায়। দিবা শাখার জন্য সমাবেশ ১২:১০ মিনিটে এবং ছুটি বিকাল ৫:০ টায়। শীতকালীন সময়ে প্রভাতী শাখার সমাবেশ সকাল ৭:৪০ মিনিটে এবং ছুটি ১২:০০ টায়। গ্রীষ্মকালীন সময় সূচি ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর এবং শীতকালীন ১ অক্টোরব থেকে ২৮ ফেব্রুয়ারী।
  • সমাবেশের জন্য ঘন্টা দেওয়ার সাথে সাথে অভিভাবকগণ বিদ্যালয় অঙ্গন ত্যাগ করে চলে যাবেন। শুধুমাত্র মহিলা অভিভাবকগণ পতিষ্ঠানের নির্ধারিত অভিভাবক ছাউনিতে অবস্তান করতে পারবেন।
  • প্রতিষ্ঠানের পরিস্কার-পরি”ছন্নতা বজায় রাখার জন্য শ্রেণিকক্ষের নির্ধারিত ঝুড়ি ও মাঠের পাশে রক্ষিত ডষ্টিবিনে ছেঁড়া কাগজ, খাবারের পত্যিক্ত কভার ও আবর্জনা রাখতে হবে।
  • ছাত্রীদেরকে অবশ্যই স্কুল পোশাক (ইউনিফর্ম) পরিধান করে ও পরিচয়পত্র লাগিয়ে স্কুলে আসতে হবে।
  • কোন ধরনের অলংকার পরিধান করে বিদ্যালয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
  • মোবাইল সেট নিয়ে ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
  • উল্লেখ্য নার্সারী ও কেজি শ্রেণির ক্লাস শুর সকাল ০৯:০০ টা ও ছুটি বেলা ১১:০০ টা।